ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাদরাসায় পাসের হার কমেছে ৭.২২ শতাংশ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ৩০ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদরাসায় পাসের হার কমেছে ৭.২২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : জেডিসি পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৭ দশমিক ২২ শতাংশ। এ বছর মাদরাসা শিক্ষাবোর্ডে পাশ করেছে ৮৬ দশমিক ৮০ শতাংশ, যা গত বছর ছিল ৯৪ দশমিক শূন্য ২ শতাংশ।

শনিবার জেডিসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

এ বছর মাদরাসা শিক্ষাবোর্ডে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৭৮ হাজার ৫৭৯ জন, যা গত বছর ছিল ৩ লাখ ৩২ হাজার ৪৭৯ জন। এখানে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ২১ হাজার ২৩১ জন।

জিপিএ-৫ এর সংখ্যাও কমেছে এই বোর্ডে। এবার জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ২৩১ জন, যা গত বছর ছিল ১২ হাজার ৫২৯ জন। কমেছে ৫ হাজার ২৯৮ জন।

এই শিক্ষাবোর্ডে শতভাগ পাসের দিক দিয়ে কমেছে ১ হাজার ৪৮৩টি প্রতিষ্ঠান। এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৭২০টি, যা গত বছর ছিল ৩ হাজার ২০৩টি। শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৫টি, গত বছর ছিল ২০টি।



রাইজিংবিডি/ঢাকা/৩০ ডিসেম্বর ২০১৭/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়