ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় পুলিশ কর্মকর্তা নিহত

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০২, ১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে ডেনভারের দক্ষিণে হাইল্যান্ডস র‌্যাঞ্চ এলাকায় একটি বাড়িতে বন্দুকধারীর হামলায় পুলিশের এক কর্মকর্তা নিহত ও চার জন আহত হয়েছেন।

ওই বাড়িতে বাকবিতণ্ডা হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পৌঁছালে আগে থেকে ওঁৎপেতে থাকা বন্দুকধারী তাদের ওপর হামলা চালান। কর্তৃপক্ষের দাবি, পুলিশ কর্মকর্তারা সেখানে যাচ্ছেন, আগে থেকেই ওই হামলাকারী তা জানতে পেরেছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ কর্মকর্তাদের গুলিতে বন্দুকধারী নিহত হওয়ার আগে তিনি আরো দুজনের ওপর গুলি চালান। ধারণা করা হচ্ছে, এ দুজন বন্দুকধারীর প্রতিবেশী। ওই ঘটনার সময় এলাকার বাসিন্দাদের ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

ডগলাস কাউন্টির শেরিফ টনি স্পুরলক নিশ্চিত করেছেন, নিহত পুলিশ কর্মকর্তার নাম জ্যাকারি প্যারিশ। তার বয়স ২৯ বছর। তিনি বিবাহিত ও তাদের দুই সন্তান রয়েছে।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন



রাইজিংবিডি/ঢাকা/১ জানুয়ারি ২০১৮/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়