ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

উন্নত নাগরিক গঠন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব : রাষ্ট্রপতি

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উন্নত নাগরিক গঠন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব : রাষ্ট্রপতি

কুষ্টিয়া সংবাদদাতা : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, উন্নত জাতি গঠনে চায় উন্নত নাগরিক। আর উন্নত নাগরিক গঠনে বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য রয়েছে।

রোববার দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘‘আজ তোমরা স্বীকৃতিপ্রাপ্ত উচ্চ শিক্ষিত নাগরিক ও দেশের সবচেয়ে আলোকিত অংশের গর্বিত সদস্য হলে। তাই দেশ ও জাতির প্রতি তোমাদের অনেক দায়িত্ব।’’ 

দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত এই সমাবর্তন ঘিরে ক্যাম্পাস হাজার হাজার শিক্ষার্থীর মিলন মেলায় পরিণত হয়। তারা মেতে উঠেন প্রাণের উচ্ছ্বাসে। দুপুর পৌনে ১টায় সমাবর্তন মঞ্চে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর কিছু সময় পর বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে তিনি সমার্বতনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে রাষ্ট্রপতি বিশ্বদ্যিালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের হাতে সনদপত্র হস্তান্তর করেন। পরে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।

রাষ্ট্রপতি বলেন, ‘‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার অন্যতম অঙ্গীকার ছিল সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলা। সেই লক্ষ্যে সরকার রূপকল্প ২০২১ ও ২০৪১ ঘোষণার মাধ্যমে দেশকে উন্নযনের মহাসড়কে যুক্ত করেছে।’’  

তিনি বলেন, ‘‘আমাদের মাথাপিছু আয়, জাতীয় প্রবৃদ্ধি বেড়েছে। নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে আমরা অনেক সাফল্য অর্জন করেছি।’’ 

বিশ্ববদ্যিালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-উর রশীদ আসকারীর সভাপতিত্বে সমাবর্তনে বক্তৃতা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববদ্যিালয়ের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল মান্নান।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/কুষ্টিয়া/৭ জানুয়ারি ২০১৮/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়