ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশ্ববিদ্যালয় দিবসে ড্রাম বাজানোয় নিষেধাজ্ঞা

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ৮ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ববিদ্যালয় দিবসে ড্রাম বাজানোয় নিষেধাজ্ঞা

জাবি সংবাদদাতা : আগামী ১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উদযাপিত হবে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০১৮’। এ দিন বিশ্ববিদ্যালয়ের লেকে অতিথি পাখির অবস্থান নির্বিঘ্ন করার জন্য আনন্দ শোভাযাত্রায় চৌরঙ্গী মোড় হতে শহীদ মিনার পর্যন্ত ড্রাম বাজানোয় নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।

সোমবার রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১২ জানুয়ারি সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। দিনব্যাপী অনুষ্ঠিত নানা কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০টায় আনন্দ শোভাযাত্রা, ১১টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে ছাত্র কল্যাণ ও পরামর্শ কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল ৩টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটক, বিকেল ৪টায় কেন্দ্রীয় খেলার মাঠে পিঠামেলা এবং বিকেল ৫টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৯৭১ সালের ১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।



রাইজিংবিডি/সাভার/৮ জানুয়ারি ২০১৮/তহিদুল ইসলাম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়