ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টাঙ্গাইলে প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষার্থীর ২ বছরের কারাদণ্ড

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ১১ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষার্থীর ২ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অপরাধে বাবুল হোসেন নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে  এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আজগর হোসেন এ দণ্ড দেন।

বাবুল হোসেন টাঙ্গাইলের করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র ছাত্র । সে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল সোনালীয়া গ্রামের শুকুর মাহমুদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা শুরুর আগে বাঁশতৈল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে ফাঁস করা প্রশ্নপত্র বাবুল মোবাইল ফোন থেকে তার ছোট ভাইসহ  কয়েকজন পরীক্ষার্থীকে সরবরাহ করছিল। এসময় কয়েকজন অভিভাবক তা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে।

পরে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন বাবুলকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা  করেন।

মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।



রাইজিংবিডি/টাঙ্গাইল/১১ ফেব্রুয়ারি ২০১৮/শাহরিয়ার সিফাত/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়