ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ১ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

নিজস্ব প্রতিবেদক : দেশের দুটি উপ-নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়েছে।

এর আগে  ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত চিঠি মহাপুলিশ পরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, বর্ডার গার্ড বাংলাদেশ/আনসার ও বিভিপি/র‌্যাব/ডিজিএফআই/এনএসআই’র মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়।

ইসি সূত্র জানায়, ২৯ গাইবান্ধা-১ ও ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনা হবে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্ব ভিবিন্ন বাহীনির কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এই দুই সংসদীয় আসনে ১৩ মার্চ ভোট হবে। এ দুই আসনের সংসদ সদস্যদের মৃত্যুজনিত কারণে ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া-১ আসন এবং ১৯ ডিসেম্বর গাইবান্ধা-১ আসন শূন্য ঘোষণা করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/১ মার্চ ২০১৮/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়