ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাফর ইকবালের ওপর হামলা, সাতক্ষীরায় বিক্ষোভ

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪২, ৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাফর ইকবালের ওপর হামলা, সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি : হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক ড. জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন শহরে বিক্ষোভ মিছিল ও সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করে।

মানববন্ধনে জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের আহ্বায়ক শরিফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-সাতক্ষীরা প্রেমক্লাবের সভাপতি আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সংগঠরে যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আকবর হোসেন রাজু, মাসুদুর রহমান, রাশেদ হোসেন, আলি আকবর প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আমিনা বিলকিস ময়ন।

বক্তরা বলেন, ড. জাফর ইকবালের ওপর হামলা করে সন্ত্রাসীরা মুক্ত চিন্তার ওপর হাত দিয়েছে। সন্ত্রাসীরা একের পর এক লেখক বুদ্ধিজীবীদের ওপর হামলা করে কণ্ঠ রোধ করতে চেয়েছে। অবিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্ঠান্তমুলক শাস্তি দিতে হবে।



রাইজিংবিডি/সাতক্ষীরা/৪ মার্চ ২০১৮/এম.শাহীন গোলদার/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ