ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জাফর ইকবালের ওপর হামলা, জাবিতে বিক্ষোভ

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৮, ৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাফর ইকবালের ওপর হামলা, জাবিতে বিক্ষোভ

জাবি সংবাদদাতা : অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার নিন্দা, প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।

রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পশ্চিম পাশে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

হামলার নিন্দা জানিয়ে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, যারা জাতি গঠন করে তাদের ওপর হামলা হয় কীভাবে। স্বাধীন বাংলায় একজন শিক্ষকের ওপর এ ধরনের হামলা কোনো শুভ সংকেত নয়। এটা মেনে নেওয়া যায় না। সরকারের প্রতি এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

সিকদার মো. জুলকারনাইনের সঞ্চালনায় মানববন্ধনে উপউপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ শেক মো. মনজুরুল হক, শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক মো. শামছুল আলম সেলিমসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

এদিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বামপন্থী শিক্ষক-শিক্ষর্থীরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষক-শিক্ষার্থী এ কর্মসূচি পালন করে।



রাইজিংবিডি/জাবি/৪ মার্চ ২০১৮/তহিদুল ইসলাম/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়