ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নেপালের দুর্ঘটনায় শেকৃবিতে প্রদীপ প্রজ্জ্বলন

আকাশ বাসফোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৪, ১৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেপালের দুর্ঘটনায় শেকৃবিতে প্রদীপ প্রজ্জ্বলন

শেকৃবি প্রতিনিধি : প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে  নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর  শোক ও  শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অধ্যয়নরত নেপালের শিক্ষার্থীরা।

সোমবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন কৃষি অনুষদের সামনে   তারা এ আয়োজন করে। নেপালের জাতীয় সংগীতের মাধ্যমে দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক মো. মহব্বত আলী।

সহকারী অধ্যাপক মো. মহব্বত আলী নিহত সকলের প্রতি গভীর শোক প্রকাশ করে বলেন, ‘নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশি বিমান বিধ্বস্তের দুর্ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। এই দুর্ঘটনায় অনেক শিক্ষার্থীরাও নিহত হয়েছেন। এ ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যৎ এ না হয় সেজন্য কার্যকারী পদক্ষেপ নেওয়া দরকার।’ নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের সুস্বাস্থ্য কামনা করেন তিনি।

এ ছাড়া শেকৃবিতে অধ্যয়নরত নেপালের শিক্ষার্থীরা জানান, বিমানের এই দুর্ঘটনায় অনেক নেপালি শিক্ষার্থী নিহত হয়েছেন। যারা সদ্য বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ থেকে পড়াশুনা শেষ করেছেন।



রাইজিংবিডি/১৩ মার্চ ২০১৮/আকাশ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়