ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাবিতে র‌্যাগিংয়ের অভিযোগ : ৪ শিক্ষার্থীকে শোকজ

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ২২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবিতে র‌্যাগিংয়ের অভিযোগ : ৪ শিক্ষার্থীকে শোকজ

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুনিয়র শিক্ষার্থীদের র‌্যাগিং প্রদানের অভিযোগে ৪৬ ব্যাচের চার শিক্ষার্থীকে শোকজ নোটিশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার তাদের শোকজ নোটিশ পাঠানো হয় বলে ডিসিপ্লিন বোর্ডের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা নিশ্চিত করেন।

অভিযুক্তরা হলেন- সরকার ও রাজনীতি বিভাগের আহনাফ তাহমিদ অর্ণব, মো. নাইমুর রহমান, মো. গুলজার আহমেদ ও ইতিহাস বিভাগের আসিফ।

অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘গতকাল ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের একটা অভিযোগপত্র পেয়েছি। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের আজ কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।’

এর আগে বুধবার ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪৭তম ব্যাচের ১৪ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগপত্রে ৪৬তম ব্যাচের ওই চার শিক্ষার্থীর বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ আনেন। এ নিয়ে গতকাল বুধবার রাইজিংবিডিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।



রাইজিংবিডি/জাবি/২২ মার্চ ২০১৮/তহিদুল ইসলাম/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়