ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আহত দুই শিক্ষার্থীকে দেখে এলেন ঢাবি উপাচার্য

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ১০ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আহত দুই শিক্ষার্থীকে দেখে এলেন ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় আহত দুই শিক্ষার্থীকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

মঙ্গলবার রাত ৯টার দিকে আখতারুজ্জামান হাসপাতালে যান। সেখানে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দুই শিক্ষার্থী আশিকুজ্জামান ও মো. শাকিলের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় ২০ মিনিট সেখানে ছিলেন তিনি।

হাসপাতাল থেকে বের হয়ে অধ্যাপক আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, হাসপাতালের চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনায় আমি সন্তুষ্ট। তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের বিষয়ে উপাচার্য বলেন, আইন আইনের মতো চলবে।

কোটা সংস্কারের দাবিতে রোববার শাহবাগ অবরোধ করে আন্দোলকারীরা। ওই দিন রাতে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতে টিয়ারশেল নিক্ষেপ করে। পরে শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। উপাচার্যের বাসভবন ভাঙচুরসহ দফায় দফায় পুলিশ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলে সোমবার সকাল ৯টা পর্যন্ত। এতে প্রায় দেড় শতাধিক আন্দোলকারী আহত হন। তাদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতালের ছাড়পত্র পেলেও আশিকুজ্জামান ও মো. শাকিলকে ভর্তি করে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।



রাইজিংবিডি/ঢাকা/১০ এপ্রিল ২০১৮/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়