ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিশ্ববিদ্যালয় থেকে ইশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ১৮ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ববিদ্যালয় থেকে ইশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান ইশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টর বলেন, বুধবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের জেরে গত ১০ এপ্রিল মঙ্গলবার মধ্য রাতে কবি সুফিয়া কামাল হলে সাধারণ ছাত্রীদের ওপর হামলার ঘটনায় হল প্রশাসন তাৎক্ষণিকভাবে ইশাকে হল থেকে বহিষ্কার করেছিল।

গত ১৩ এপ্রিল ছাত্রলীগ ইশাকে তার আগের পদে ফিরিয়ে নেয়। তখন ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছিল, তদন্ত কমিটির প্রতিবেদন অনুসারে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হওয়ায় তার ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করা হলো।

কবি সুফিয়া কামাল হলে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ ওঠে ইশার বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর হলের সাধারণ শিক্ষার্থীদের তুমুল বিক্ষোভের মুখে তাকে বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৮/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়