ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জিপিএ-৫: শীর্ষে ঢাকা, নিম্নে সিলেট

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিপিএ-৫: শীর্ষে ঢাকা, নিম্নে সিলেট

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ শিক্ষার্থী। এবার জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে আছে ঢাকা বোর্ড। তালিকায় শেষে আছে সিলেট। 

ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৫ হাজার ৭০১ জন এবং ছাত্রীদের মধ্যে ৫৪ হাজার ৯২৮ জন।

রোববার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে ফলের নানা দিক নিয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী।

শীর্ষে থাকা ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৫৮৫ শিক্ষার্থী। এর মধ্যে রয়েছে ২১ হাজার ৮৭৪ জন ছাত্রী এবং ১৯ হাজার ৭১১ জন ছাত্র। এর পরেই রয়েছে রাজশাহী বোর্ড। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৪৯৮ শিক্ষার্থী। এর মধ্যে রয়েছে ১০ হাজার ১৮ জন ছাত্র এবং ৯ হাজার ৪৮০ জন ছাত্রী।

দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৭৫৫ শিক্ষার্থী। এর মধ্যে ৫ হাজার ৬৮০ জন ছাত্র এবং ৫ হাজার ৭৫ জন ছাত্রী।

যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৫ শিক্ষার্থী। এর মধ্যে ৫ হাজার ১৮ জন ছাত্র ও ৪ হাজার ৩৭৭ জন ছাত্রী।

চট্টগ্রাম বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৮ হাজার ৯৪ জন। এর মধ্যে ৪ হাজার ১৭২ জন ছাত্রী এবং ৩ হাজার ৯২২ জন ছাত্র।

কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৬৫ শিক্ষার্থী। এর মধ্যে ৩ হাজার ৪৮৬ জন ছাত্র ও ৩ হাজার ৩৭৯ জন ছাত্রী।

বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪৬২ শিক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ৮০১ জন ছাত্রী এবং ১ হাজার ৬৬১ জন ছাত্র।

সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৯১ শিক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ৭১৮ জন ছাত্র এবং ১ হাজার ৪৭৩ জন ছাত্রী।

কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ২ হাজার ৪৯৯ জন ছাত্র এবং ১ হাজার ৯১৪ জন ছাত্রী।

মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৭১ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ৯৮৮ জন ছাত্র এবং ১ হাজার ৩৮৩ জন ছাত্রী।

গত ১ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ও দেশের বাইরে কয়েকটি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা হয়। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত চলে।



রা্ইজিংবিডি/ঢাকা/৬ মে ২০১৮/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়