ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাবিতে ২ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ৮ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবিতে ২ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার সেমিফাইনালে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে মার্কেটিং বিভাগের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন- মার্কেটিং বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী আব্দুর রহিম জনি ও সিরাজুল ইসলাম। এদের মধ্যে আব্দুর রহিমকে আশংকাজনক অবস্থায় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে আন্তর্জাতিক সম্পর্ক ও মার্কেটিং বিভাগের মধ্যে আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার সেমিফাইনাল খেলা চলছিল। এ সময় দুই বিভাগের দর্শকদের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। খেলার শেষ পর্যায়ে দুপুর ১টার দিকে আব্দুর রহিম জনি জিমনেশিয়ামের বাইরে বের হলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৬ ব্যাচের নাসিম, মুরাদসহ ৪-৫ জন শিক্ষার্থী তাকে মারধর করে। এ সময় সিরাজুল জনিকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও মারধর করে অভিযুক্তরা। পরে গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক আব্দুর রহিমকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হাবিবা ইয়াসমীন বলেন, খেলা চলাকালে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তবে কে কাকে মেরেছে তা বোঝা যায়নি।

প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, ‘ঘটনা শুনেছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। আমরা খোঁজ-খবর রাখছি।’



রাইজিংবিডি/জাবি/৮ মে ২০১৮/তহিদুল ইসলাম/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়