ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

প্রথম দিনে বোলিং, ফিল্ডিং, ব্যাটিং অনুশীলন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ২১ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম দিনে বোলিং, ফিল্ডিং, ব্যাটিং অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষের সিরিজকে সামনে রেখে রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। আজ ছিল স্কিল অনুশীলনের প্রথম দিন। আজ প্রথম দিনে বোলিং ও ফিল্ডিং অনুশীলন করেছে বাংলাদেশ দল। ব্যাটসম্যানরাও আজ অনুশীলন করেছে। তাদের অনুশীলনে ছিল আক্রমণাত্মক ব্যাটিং।

প্রথম দিনের অনুশীলনের বিষয়ে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘স্কিল অনুশীলন শুরু হল আজকে। টি-টোয়েন্টি মাথায় রেখেই বোলিং ফিল্ডিং হচ্ছে। বোলাররা নতুন বলে কি ফিল্ডিং নিয়ে বল করবে, পুরান বলে কি করবে ইত্যাদি। বৈচিত্রগুলো কি হচ্ছে। ব্যাটসম্যানদেরও একই, আক্রমণাত্মক খেলার অনুশীলন করছে। আপাতত সব ঠিক ঠাক। আমাদের মনে হয় সবাই ভালো টাচে আছে। আজ নেটেও যদি ব্যাটসম্যানদের ব্যাটিং দেখেন সবাই মিট করেছে দারুণভাবে। বোলাররাও চেষ্টা করেছে।’

আইপিএল খেলতে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ভারতে আছেন। মুস্তাফিজের দল মুম্বাই বিদায় নিয়েছে আইপিএলের লিগ পর্ব থেকে। মুস্তাফিজ দুই একদিনের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন সুজন, ‘আমি শিওর না। হয়তবা আজ বা কালকের মধ্যেই আসবে। মুস্তাফিজ তো অনুশীলনে থাকার কথা না। দেশে ফেরার পর মুস্তাফিজ বিশ্রাম ডিজার্ভ করে। কারণ, ওখানে ম্যাচ খেলেছে, অনুশীলন করেছে।

কোর্টনি ওয়ালশ ছুটিতে আছেন। মঙ্গলবার তার ঢাকায় ফেরার কথা। দেশে ফিরে বিশ্রাম নিবেন ওয়ালশ। কাজ শুরু করবেন বৃহস্পতিবার থেকে। সুজন বলেন, ‘কোর্টনি কাল সন্ধ্যায় আসবে। ২৪ তারিখ থেকে হয়তবা কাজ শুরু করবে দলের সঙ্গে। কাল যেহেতু ঢাকায় আসবে, মাঠে আসতে পারবে না হয়তবা। পরশু দিন তো আমাদের অফ থাকছে।’

গ্যারি কারস্টেনের মতো একজন বড় মাপের কোচের আগমণকে ইতিবাচক হিসেবে দেখছেন সুজন, ‘অবশ্যই গ্যারি কারস্টেন বড় নাম। দারুণ কোচ, এতো অভিজ্ঞতা। অবশ্যই কাজে লাগবে। যেভাবে আনি আমাদের কাজে লাগবে। যদি কাজও না করনে কথা বললেও হয়তবা ভালো হবে। প্লানিংগুলো উনি করে দিতে পারবেন। এরকম একটা মাথা, এমন বড় ক্রিকেটার আমাদের সঙ্গে থাকা মানে তো প্লাস পয়েন্ট। আশা করি এই অন্তর্ভুক্তি কাজে লাগবে। অচিরেই হয়ত এর সুফল দেখব।’



রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়