ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কুমারস্বামী

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ২৩ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কুমারস্বামী

আন্তর্জাতিক ডেস্ক : শেষ পর্যন্ত ভারতের কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এইচ ডি কুমারস্বামী। স্থানীয় সময় বুধবার বিকেলে বিধানসভা ভবনে এ শপথ অনুষ্ঠান হয়।

এর আগে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিজেপির ইয়েদুরাপ্পা। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিরোধী জোটের বিধায়কদের দলে ভেড়াতে না পারায় পরের দিনই পদত্যাগ করতে হয় ইয়েদুরাপ্পাকে। সেই হিসেবে প্রথমবারের মতো এক সপ্তাহের মধ্যে দু’জন মুখ্যমন্ত্রীকে শপথ নিতে দেখলো কর্নাটক।

বুধবার জোটের শরীক জেডি(এস) নেতা কুমারস্বামীর শপথকে সামনে রেখে রাজ্যে বিজেপিবিরোধী জোটের শোডাউনের চেষ্টা করেছিল কংগ্রেসে। এদিন শপথ অনুষ্ঠানের অতিথিদের আসনে ছিলেন ভারতের ডাকসাইটের বিজেপি বিরোধী নেতা-নেত্রীরা। এদের মধ্যে ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি, অরবিন্দ কেজরিওয়াল, চন্দ্রবাবু নাইডু, মায়াবতী, অখিলেশ যাদব, তেজস্বী যাদব প্রমুখ।

কংগ্রেস ছাড়া যে বিজেপি বিরোধী জোট হওয়া সম্ভব নয়, সে কথা বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন জেডি(এস) নেতা দেবগৌড়া। কংগ্রেস চাইছে, কর্নাটকের জোটকে জাতীয় রাজনীতিতে টেনে নিয়ে যেতে। সেজন্য কর্নাটক মন্ত্রিসভা নিয়ে দর কষাকষিতে যেতে তারা রাজি নয়।



রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়