ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ ২৯৫, পাস ১৯২

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ৩১ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ ২৯৫, পাস ১৯২

সচিবালয় প্রতিবেদক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে নতুন করে ২৯৫ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ফেল থেকে পাস করেছে ১৯২ জন।

অন্য বোর্ডগুলোও আলাদাভাবে এই ফল প্রকাশ করেছে।

ঢাকা শিক্ষাবোর্ড সূত্র জানায়, ঢাকা বোর্ডে মোট ৬৩ হাজার ৪২৯ জন শিক্ষার্থী এক লাখ ৩৮ হাজার ৩৪৬টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এর মধ্যে প্রথমে ফেল করা ১৯২ জন পাস করেছে। আর গ্রেড পয়েন্ট বেড়েছে ১ হাজার ৯৯০ জনের।

প্রসঙ্গত, গত ৬ মে এসএসসির ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।

পুনর্নিরীক্ষণের বিস্তারিত ফল দেখতে



রাইজিংবিডি/ঢাকা/৩১ মে ২০১৮/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়