ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বকশীগঞ্জে ক্লিনিকের ৩ দালালকে জরিমানা

সেলিম আব্বাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ১১ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বকশীগঞ্জে ক্লিনিকের ৩ দালালকে জরিমানা

জামালপুর সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কৌশলে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নেয়ার অভিযোগে তিন নারী দালালকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ইউএনও আবু হাসান সিদ্দিক এ অভিযান চালান।

জরিমানা করা তিন নারী হচ্ছেন, পৌর এলাকার পাখিমারা গ্রামের লাবনী আক্তার(২৮), নামাপাড়া গ্রামের সীমা আক্তার, নিলক্ষিয়ার বাসকান্দা গ্রামের জোসনা বেগম(৩৬)। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, বকশীগঞ্জে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজির নিয়োগ করা প্রায় ২০/৩০ জন নারী কর্মী (দালাল) রয়েছে। তারা দীর্ঘদিন যাবত বকশীগঞ্জ হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে সেসব ক্লিনিকে নিয়ে যেত।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক জানান, তিনজনকে জরিমানা ও অন্যদের সাবধান করা হয়েছে। যে সব ক্লিনিক এসব কর্মী নিয়োগ দিয়ে রোগীদের সাথে প্রতারনা করে আসছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

রাইজিংবিডি/জামালপুর/ ১১ জুলাই ২০১৮/সেলিম আব্বাস/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়