ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আফগান লিগে তাসকিনের ম্যাচ আজ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩১, ৬ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগান লিগে তাসকিনের ম্যাচ আজ

অনুশীলনে তাসকিন আহমেদ

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে প্রথমবারের মতো আয়োজিত আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) খেলছেন পেসার তাসকিন আহমেদ। তার দল কান্দাহার নাইটসের প্রথম ম্যাচ আজ।

কান্দাহার নাইটস খেলবে নঙ্গরহার লিওপার্ডসের বিপক্ষে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

একই দলের হয়ে খেলার কথা ছিল সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুনেরও। কিন্তু এই দুই ব্যাটসম্যানকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বিসিবি।

এপিএলে খেলার কথা ছিল তামিম ইকবাল ও মুশফিকুর রহিমেরও। এই দুজন অবশ্য চোটে পড়ে বিশ্রামে আছেন।

টুর্নামেন্টের পর্দা উঠেছে শুক্রবার রাতে। রান-বন্যার উদ্বোধনী ম্যাচে পাকতিয়া প্যান্থারসকে ৩ উইকেটে হারিয়েছে শুভ সূচনা করেছে কাবুল জয়ানান।

শারজাহতে আগে ব্যাট করতে নেমে সিকান্দার রাজার ৪০ বলে অপরাজিত ৭৮ ও মোহাম্মদ শাহজাদের ৩৯ বলে ৬৭ রানের সুবাদে ২০ ওভারে ৪ উইকেটে ২১৮ রান করেছিল পাকতিয়া। লরি এভানসের ৩৯ বলে ৭৯ রানের ঝড়ে কাবুল সেটি পেরিয়ে যায় ৩ বল বাকি থাকতেই। ৫ চার ও ৬ ছক্কায় ইনিংসটি সাজান ইংলিশ ব্যাটসম্যান।




রাইজিংবিডি/ঢাকা/৬ অক্টোবর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়