ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জেএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ রোববার থেকে

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ৬ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ রোববার থেকে

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হবে আগামীকাল রোববার।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার্থীদের এসব রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে।

এ বিষয়ে বৃহস্পতিবার বোর্ড থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে তাদেরকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে জেএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করতে বলা হয়েছে।

জানা গেছে, আগামীকাল ৭ অক্টোবর (রোববার) ঢাকা মহানগরী ও ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জ জেলার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে।

৮ অক্টোবর (সোমবার) বিতরণ করা হবে ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার; ৯ অক্টোবর (মঙ্গলবার) ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, কিশোরগঞ্জ ও শেরপুর জেলার এবং ১০ অক্টোবর (বুধবার) জামালপুর, নরসিংদী, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড।



রাইজিংবিডি/ঢাকা/৬ অক্টোবর ২০১৮/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়