ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পিএসজির বড় জয়ে এমবাপ্পের ৪ গোল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৫, ৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিএসজির বড় জয়ে এমবাপ্পের ৪ গোল

ক্রীড়া ডেস্ক: ফরাসি লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক লিঁওকে উড়িয়ে দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নেইমারের এক গোলের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের চার গোলে লিঁওর বিপক্ষে ৫-০ গোলে উড়ন্ত জয় পেয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।

পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের ৯ মিনিটেই পেনাল্টি থেকে পাওয়া গোলে পিএসজিকে এগিয়ে দেন নেইমার। এ সময় প্রতিপক্ষের ডি বক্সে এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে লিগে এবার নিজের অষ্টম গোল করেন নেইমার।

ম্যাচের ৩৩ মিনিটে লিঁওর এনদোম্বেলেকে ফাউল করলে লাল কার্ড দেখেন পিএসজির ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে। এই ম্যাচে লাল কার্ড ছাড়াও পিএসজির নেইমার ও মার্কো ভেরাত্তি হলুদ কার্ড দেখেন। বিশ্রামে যাওয়ার আগে লিঁওর মিডফিল্ডার লুকা দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দুপক্ষই ১০ জনের দলে পরিণত হয়।

তবে ঘরের  মাঠে বিশ্রাম শেষে ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক হয়ে উঠে পিএসজি। ম্যাচের ৬১ মিনিট থেকে ৬৯ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে ফেলেন এমবাপ্পে। ম্যাচের ৭৪ মিনিটে আরো এক গোল পেলে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি জায়ান্টরা।

ম্যাচের ৬১ মিনিটে আড়াআড়ি শটে লিঁওর জাল কাপান এমবাপ্পে। ৬৬ মিনিটে মার্কিনিয়সের পাস থেকে ব্যবধান দিগুণ করেন তিনি। আর ৬৯ মিনিটেই পেয়ে যান কাঙ্খিত হ্যাটট্রিকের দেখা। এ সময় পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে দুর্দান্ত গতিতে প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি। ম্যাচের ৭৪ মিনিটে নিজের চতুর্থ ও  দলের শেষ গোলটি পান রাশিয়া বিশ্বকাপের সেরা এ উদীয়মান তারকা।

লিগ ওয়ানে এ জয়ের ফলে ৯ ম্যাচে শতভাগ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিলে।




রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়