ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শাহজালালে ইয়াবাসহ এক যাত্রী আটক

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৪, ৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহজালালে ইয়াবাসহ এক যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।

রোববার রাতে চট্টগ্রাম থেকে আগত যাত্রীর শরীরের ভিতর থেকে ২৭ লাখ টাকার ওই মাদক উদ্ধার করা হয়। আটককৃত যাত্রীর নাম জসিম উদ্দীন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, রোববার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম থেকে ঢাকায় আসা বিমান (ফ্লাইট নং ভিকিউ-৯১২) অবতরণ করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এয়ারপোর্টের ডোমেস্টিক আগমনী এলাকায় অবস্থান নেয় শুল্ক গোয়েন্দা। যাত্রী জসিম ডোমেস্টিক এলাকা অতিক্রম করার সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু যাত্রী ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন। গোপন তথ্য ও যাত্রীর শারীরিক লক্ষনাদিতে স্পষ্ট হওয়ার কারণে ইয়াবা বের করতে বাধ্য করা হলে শুল্ক গোয়েন্দাসহ বিভিন্ন সংস্থার উপস্থিতিতে টয়লেটের অভ্যন্তরে বিশেষ কায়দায় পায়ুপথ দিয়ে একে একে ৬০টি ছোট প্যাকেট বের করে আনেন যাত্রী। জসিম উদ্দীনকে ৩০০০ পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইন ১৯৬৯ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইন ১৯৯০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০১৮/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়