ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ঢাবির ‘চ’ ইউনিটে পাসের হার ১৯.৪৫ শতাংশ

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবির ‘চ’ ইউনিটে পাসের হার ১৯.৪৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীন বিএফএ (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ১৯ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

সোমবার ঢাবির প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

বিস্তারিত ফল এবং ভর্তি প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে জানা যাবে। এছাড়া DU CHA ও রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি এসএমএসে ভর্তিচ্ছুরা নিজেদের ফল জানতে পারবেন।

উল্লেখ্য, এ বছর ‘চ’ ইউনিটের ১৩৫টি আসনের জন্য মোট ১৬ হাজার ৪৮০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। গত ১৫ সেপ্টেম্বর ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হয়।

এর মধ্যে অঙ্কনের জন্য উত্তীর্ণ হন ১ হাজার ৫৬৬ জন। পরে অঙ্কন পরীক্ষায় উত্তীর্ণ হন ২৬৯ জন। পাসের হার শতকরা ১৯ দশমিক ৪৫ ভাগ।

পাসকৃত শিক্ষার্থীরা আগামী ৯ অক্টোবর বিকেল ৩টা থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পছন্দতালিকা পূরণ করতে পারবেন।

এছাড়া, কোটায় আবেদনকারীদের ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর তারিখের মধ্যে চারুকলা অনুষদের ডিন অফিস থেকে নির্ধারিত ফর্ম সংগ্রহ করতে হবে।

ফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত একই অফিসে আবেদন করা যাবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০২৮/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়