ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘দেশে ২৫ ভাগ প্রাপ্তবয়স্ক, ১০ ভাগ শিশু মানসিক রোগে আক্রান্ত’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ১০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দেশে ২৫ ভাগ প্রাপ্তবয়স্ক, ১০ ভাগ শিশু মানসিক রোগে আক্রান্ত’

নিজস্ব প্রতিবেদক : মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেছেন, দেশের ২৫ ভাগ প্রাপ্তবয়স্ক মানুষ এবং ১০ ভাগ শিশু মানসিক রোগে আক্রান্ত। অন্য রোগের মতো মানসিক রোগকেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

বুধবার টিএসসি চত্বরে দিনব্যাপী মানসিক স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনে তিনি তরুণ সমাজের প্রতি আহ্বান জানান।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-নিদের্শনা ও পরামর্শদান দপ্তর এবং এডুকেশনাল ও কাউন্সিলিং সাইকোলজি বিভাগ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য’।

অনুষ্ঠানে ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক মেহজাবীন হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৮/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়