ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কোম্পানীগঞ্জে মওদুদের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলার অভিযোগ

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোম্পানীগঞ্জে মওদুদের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বামনী বাজারে ব্যরিস্টার মওদুদ আহমদের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ করেছে বিএনপি। মঙ্গলবার এ ককটেল হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগে বলা হয়েছে।

হামলায় বিএনপির পাঁচজন আহত হয়েছে। এরা হলেন বিএনপি নেতা স্বপন, নাইমুল ইসলাম, মো. মিন্টু, আবদুল্লাহ ও মামুন। তাদেরকে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ব্যরিস্টার মওদুদ আহমদের ব্যাক্তিগত সহকারি মমিনুর রহমান সুজন জানান, মঙ্গলবার ব্যারিস্টার মওদুদ আহমদ নির্বাচনী এলাকার রামপুর ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের কবর জিয়ারত করতে যান। এ সময় ৫০-৬০ জনের একদল ব্যক্তি মওদুদ আহমদের গাড়ি লক্ষ্য করে পর পর ২৫-৩০টি ককটেল নিক্ষেপ করে। হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়। এ সময় আতংকে বামনীয়া বাজারের সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে।

রামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ব্যরিস্টার মওদুদ আহমদ ওই এলাকার নিহত বিএনপি নেতাদের কবর জিয়ারত করতে যান। এ সংবাদ আওয়ামী লীগের নেতাকর্মীরা জানার পর তারা সংঘবদ্ধ হয়ে ককটেল হামলা চালায়।’

তবে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, রামপুর ইউনিয়নের বামনীয়া বাজারে বিএনপি নেতা ব্যরিস্টার মওদুদ আহমদের যাওয়াকে কেন্দ্র করে কোন ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেনি।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল জানান, রামপুর ইউনিয়নে আওয়ামী লীগের লোকজন কোনো ককটেল হামলার ঘটনা ঘটায়নি।



রাইজিংবিডি/নোয়াখালী/৪ ডিসেম্বর ২০১৮/মাওলা সুজন/শাহেদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়