ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

দুই মাস আগেই প্রতিরক্ষামন্ত্রীকে বিদায় করেছেন ট্রাম্প

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫০, ২৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই মাস আগেই প্রতিরক্ষামন্ত্রীকে বিদায় করেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে চেয়েছিলেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে দুই মাস আগেই বিদায় করে দিয়েছেন।

ট্রাম্প জানিয়েছেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী জেসম ম্যাটিসের স্থলে ভারপ্রাপ্ত হিসেবে আগামী ১ জানুয়ারি উপপ্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহানকে নিয়োগ দিতে যাচ্ছেন।

জেমস ম্যাটিস গত বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তবে তিনি আরও দুই মাস দায়িত্ব পালন করে যাওয়ার প্রস্তাব দেন ট্রাম্পকে। রোববার ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ১ জানুয়ারি থেকে তার স্থলে প্যাট্রিক শানাহানকে নিয়োগে দেন।

এই নিয়োগের ঘোষণা দিতে গিয়ে ট্রাম্প এক টুইটার বার্তায় বোয়িংয়ের প্রাক্তন সহনির্বাহী শানাহানের প্রশংসা করে বলেন, ‘প্যাট্রিক শানাহান খুবই প্রতিভাবান এবং তার বহু অর্জন রয়েছে।’

শানাহানের মুখপাত্র লে. কর্নেল যোসেফ বাকসিনো বলেন, ‘প্যাট্রিক শানাহান ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।’

তিনি বলেন, ‘উপপ্রতিরক্ষামন্ত্রী প্রেসিডেন্টের নির্দেশ অনুসারে কাজ করে যাবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশের প্রতিরক্ষায় মনোযোগ অব্যাহত রাখবে।’

তথ্য : আল জাজিরা

 

 

 

রাইজিংবিডি/রাইজিংবিডি/ঢাকা/২৪ ডিসেম্বর ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়