ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভ্যানে ইয়াবার চালান

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ২৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভ্যানে ইয়াবার চালান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থেকে কাভার্ডভ্যানের ভেতর করে আনা ৯ হাজার ৩০০ পিস ইয়াবাসহ ভ্যানটি জব্দ করেছে র‌্যাব। মো. শহীদুল ইসলাম ও মুসলীম উদ্দীনকে এ সময় গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সাইফুল মালিক জানান, বুধবার রাতে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধে মিনা বাজার গেট এলাকার সেবা অটোমোবাইল ওয়ার্কসপের সামনে রাস্তার ওপর একটি কাভার্ডভ্যান থামার জন্য সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে ভ্যানের ভেতর অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, কক্সবাজার থেকে মা নুরনাহার কাভার্ডভ্যানে কতিপয় মাদক ব্যবসায়ী পরষ্পর যোগসাজশে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে গাবতলী হয়ে মোহাম্মদপুর বেড়িবাঁধ রোড দিয়ে ঢাকার কেরানীগঞ্জের অজ্ঞাতনামা ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। একই সঙ্গে মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত মাদক পরিবহনে নিত্য নতুন ও অভিনব কৌশল অবলম্বন করে আসছে।



রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়