ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ওয়ার্নারের পরামর্শে আফিফের ঝোড়ো ইনিংস

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ার্নারের পরামর্শে আফিফের ঝোড়ো ইনিংস

ক্রীড়া প্রতিবেদক : আফিফ হোসেন পাঁচ নম্বরে যখন ব্যাটিংয়ে নামলেন, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তার দল। ৬ রানে ৩ উইকেট হারিয়ে ভীষণ চাপে সিলেট সিক্সার্স। পাল্টা-আক্রমণে সেই চাপটা কী দারুণভাবেই না দূরে ঠেলে দিলেন আফিফ। ২৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় খেললেন ৪৫ রানের ঝোড়ো ইনিংস। ম্যাচ শেষে বাঁহাতি এই ব্যাটসম্যান জানালেন, নিজের সহজাত ব্যাটিংটাই করেছেন তিনি।

বিপিএলে বুধবার চিটাগং ভাইকিন্সের বিপক্ষে আফিফের ঝড়ের পর ডেভিড ওয়ার্নার ও নিকোলাস পুরাণের ফিফটি সিলেটকে এনে দিয়েছিল ১৬৮ রানের পুঁজি। ওয়ার্নারের সঙ্গে আফিফের জুটি ছিল ৭১ রানের। পরে তাসকিন আহমেদের ৪ উইকেটে ৫ রানের জয় পেয়েছে তারা।

সংবাদ সম্মেলনে আফিফ বললেন, ব্যাটিংয়ের সময় ওয়ার্নারের সঙ্গে খুব বেশি আলোচনা হয়নি তার, ‘ওরকম আলোচনা না। আমি চেয়েছি আমার নিজের গেমটা খেলার। আমি সব সময় যেটা চেষ্টা করি, ওভাবেই আমি খেলতে চেষ্টা করেছি। বল সিলেক্ট করে ভালো বলগুলো সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেছি, বাজে বলগুলো চেষ্টা করেছি বাউন্ডারি মারতে।’

তেমন আলোচনা না হলেও ওয়ার্নারের মতো বড় একজন ব্যাটসম্যান অন্য পাশে থাকায় আত্মবিশ্বাস পেয়েছিলেন আফিফ। অধিনায়কের কিছু পরামর্শও তার জন্য কাজে লেগেছে, ‘ওয়ার্নারের সাথে যখন ব্যাটিংয়ে ছিলাম, অবশ্যই জিনিসটা খুব ভালো লাগার ছিল। এতবড় একজন ব্যাটসম্যান, তার সাথে ব্যাটিং করছি, এই জিনিসটা আত্মবিশ্বাস দিয়েছে। আর ও অনেক কিছু টিসপ টাইপ দিচ্ছিল, যেগুলো ব্যাটিংয়ের সময় কাজে লেগেছে।’

গত বিপিএলে অভিষেকেই ৫ উইকেট নিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন আফিফ। রাজশাহী কিংসের হয়ে এই চিটাগং ভাইকিন্সের বিপক্ষেই ২১ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ওয়ার্নার কি তা জানেন? আফিফ বললেন, ‘হ্যাঁ, জানবে না কেন? যেহেতু অধিনায়ক, সবার সম্পর্কে সবকিছুই জানে।’



রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়