ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী জাতিসংঘ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ১৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী জাতিসংঘ

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের নতুন সরকারসহ অন্য জাতীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে জাতিসংঘ।

রোববার জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের বার্তায় উল্লেখ করা হয়েছে, জাতিসংঘের ২০৩০ সালের বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এসডিজির ১৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভূক্তিমূলক সমাজ, সুশাসন ও আইন শাসন বাস্তবায়ন প্রচেষ্টার জন্য বাংলাদেশের নতুন নির্বাচত সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ।

সার্বজনীন মানবাধিকার চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ তার প্রতিশ্রুতি রাখবে বলেও আশা প্রকাশ করেছে জাতিসংঘ।

এই প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে সব দেশের মতোই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। এছাড়া, মানবাধিকার কাউন্সিলের নতুন সদস্য হিসেবে বাংলাদেশ সরকারের সক্রিয় ভূমিকা পালনে স্বাগত জানিয়েছে জাতিসংঘ।



রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৯/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়