ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাবিতে ছাদ ধসে ছাত্র আহত

মেহেদী হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ১৫ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাবিতে ছাদ ধসে ছাত্র আহত

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রবীন্দ্র ভবনের ছাদ ধসে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ভবনটির ছাদের উত্তর-পশ্চিম কোণের একটি অংশ ধসে বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের ২০১৭-১৮ সেশনের শওকত ওমর সজীব নামের ওই ছাত্র আহত হন।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনসহ ১৯টি একাডেমিক ও আবাসিক ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রকৌশল দপ্তর। ঝুঁকিপূর্ণ চারতলা বিশিষ্ট এই রবীন্দ্র ভবনকে ছয়তলায় উন্নীতকরণের কাজ চলছে।



সজীবের সহপাঠীরা জানান, বেলা ১১টার দিকে সজীব বন্ধুদের সঙ্গে রোদ পোহানোর জন্য ছাদে যান। এ সময় সজীব ছাদের উত্তর-পশ্চিম কোণের শেষ প্রান্তে এগিয়ে যেতেই ছাদের কার্নিশ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে সজীব নিচে পড়ে যান। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তিনি রামেকের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

চিকিৎসকের বরাত দিয়ে সজীবের এক সহপাঠী জানান, সজীব কোমর, ডান হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, ‘রামেক হাসপাতালে সজীবের চিকিৎসা চলছে। আশা করছি সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।’



রাইজিংবিডি/রাবি/১৫ জানুয়ারি ২০১৯/মেহেদী হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়