ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টি-টোয়েন্টিতে অসম্ভব কিছু না : তাইজুল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ১৫ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টি-টোয়েন্টিতে অসম্ভব কিছু না : তাইজুল

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে : টেস্ট অভিষেকে প্রথম ম্যাচে পাঁচ উইকেট। ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিকসহ চার উইকেট। তাইজুল ইসলামের আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা ছিল এমন ধ্রুপদী পারফরম্যান্সে।

রঙিন পোশাকে জাতীয় দলের জার্সি পরার সুযোগ খুব বেশিদিন হয়নি। তবে সাদা পোশাকে তাইজুল অনন্য, অসাধারণ। সাকিব, মিরাজের সঙ্গে পাল্লা দিয়ে পারফর্ম করছেন সাদা পোশাকে। রঙিণ পোশাকে তেমন খেলার সুযোগ নেই। তাই ঘরোয়া ক্রিকেটই একমাত্র ভরসা। ঢাকা লিগে নিজেকে মেলে ধরেন বরাবরের মতোই। তবে ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে সেই সুযোগটি থাকে সামান্যই। যেটুকু সুযোগ পান দলের জয়ে অবদান রাখতে চান।

মঙ্গলবার সিলেটে এমনই এক দিন পাড় করেছেন এ বাঁহাতি স্পিনার। বল হাতে দ্যুতি ছড়িয়ে মাত্র ১০ রানে ৩ উইকেট নিয়েছেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে খুলনা টাইটান্স বিপিএলের ষষ্ঠ আসরে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। আর এ জয়ের পর বেশ পুরো টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী তাইজুল।

পঞ্চম ম্যাচে জয়ের স্বাদ পাওয়া খুলনা ২৫ রানে হারিয়েছে রাজশাহী কিংসকে। দলকে জয়ের স্বাদ দেওয়া তাইজুল বলেছেন,‘এখনো আমাদের সাতটা ম্যাচ আছে। সাতটা ম্যাচের মধ্যে চারটা কিংবা পাঁচটা জিততে পারি তাহলে আমাদের সেরা চারে খেলার সুযোগ থাকবে। টি-টোয়েন্টিতে অসম্ভব কিছু না। আমরা সেরা চারে খেলার লক্ষ্য নিয়েই খেলছি।’

ঢাকার উইকেটের মতো সিলেটের উইকেটে ব্যাটিং সহজ ছিল না। বল ধীর গতিতে আসছিল। স্পিনাররা টার্ণ পাচ্ছিলেন বেশ। সেই সুযোগটি কাজে লাগিয়ে ২২ গজ ব্যাটসম্যানদের জন্য বধ্যভূমি বানিয়ে ফেলেছিলেন তাইজুল। তাকে সঙ্গ দিয়ে ৩ উইকেট নিয়েছেন জুনায়েদ ও ২ উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ। উইকেট নিয়ে তাইজুলের মুল্যায়ন,‘স্লো বলা যায় না…তবে উইকেটে অনেক টার্ণ ছিল। প্রথম থেকেই ব্যাটিং করার জন্য উইকেটটা সুবিধাজনক ছিল না। বোলাদের সুবিধাজনক উইকেটই ছিল। স্পিন কিংবা কাটার ধরছিল উইকেটে। স্পিনের পাশাপাশি বাউন্সও ছিল।’

১২৮ রানের পুঁজি নিয়ে দারুণ লড়াই করেছে খুলনা।  স্বল্প পুঁজি নিয়েও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন তাইজুল,‘আমাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করার সময়ই বুঝতে পেরেছিল উইকেট ব্যাটিং করার জন্য কঠিন ছিল। আমাদের লক্ষ্য ছিল স্কোরবোর্ডে যতখানি সম্ভব রান জমা করা। তাই আমরা শুরু থেকে ওভাবে বোলিং করেছি। সবাই পরিকল্পনা বাস্তবায়ন করেছে বলে জয় এসেছে।’

রঙিন পোশাকে বিপিএলের ক্যানভাসে রং ছড়ানো এ ক্রিকেটারের বিশ্বাস দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং দ্যুতি ছড়াবেন, ‘সাদা বলের ক্রিকেট যে কখনো খেলিনি এমন নয়। এর আগে জাতীয় দলে খেলেছি, ঘরোয়া ক্রিকেটে খেলেছি বিপিএলও খেলেছি। সব সময় আমি সব ক্রিকেটই উপভোগ করি। ক্যারিয়ারতো এখনো পড়ে আছে।’



রাইজিংবিডি/সিলেট/১৫ জানুয়ারি ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়