ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাকা উত্তর সিটির উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ২২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা উত্তর সিটির উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ৩৬ ওয়ার্ডের ভোট ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

এছাড়া আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আসনে (কিশোরগঞ্জ-১) ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

হেলালুদ্দীন আহমদ বলেন, ঘোষিত তফসিল অনুসারে, ডিএনসিসি মেয়র পদে ও  কিশোরগঞ্জ-১ আসনে ৩০ জানুয়ারি মনোনয়ন জমাদানের শেষ সময়, ২ ফেব্রুয়ারি যাচাই এবং ৯ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

ইসি সচিব বলেন, সংরক্ষিত আসনে ৩ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে। উপজেলা নির্বাচন ৩ ফেব্রুয়ারি সিদ্ধান্ত হবে। প্রথম ধাপে ভোট ৮ অথবা ৯ মার্চ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।




রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৯/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়