ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাবির হলগুলোতে চলছে ডাকসু সংলাপ

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০১, ২ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবির হলগুলোতে চলছে ডাকসু সংলাপ

নিজস্ব প্রতিবেদক : ডাকসু সম্পর্কে সাধারণ শিক্ষার্থী, বিতার্কিক ও বিশেষ করে নবীন শিক্ষার্থীদের আগ্রহ, প্রত্যাশা ও পরামর্শ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলছে সংলাপ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম ও টিএসসি ভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে সর্ববৃহৎ সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) সংলাপের আয়োজন করেছে।

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি এস এম রাকিব সিরাজী বলেন, ডাকসু নির্বাচন নিয়ে বিতার্কিক ও সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, প্রত্যাশা ও পরামর্শ বিনিময়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সম্ভাব্য প্যানেলগুলোর ইশতেহারে শিক্ষার্থীদের চাহিদার কথা অন্তর্ভুক্ত করতেই মূলত আমাদের এই আয়োজন।

প্রত্যেকটি হলে পৃথক পৃথকভাবে আয়োজন করা হচ্ছে এ সংলাপ। হল ডিবেটিং ক্লাবগুলোর সার্বিক সহযোগিতা ও তত্ত্ববধানে এই আয়োজনে হলের সর্বস্তরের শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ চোখে পড়ে।

প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন হলে এই ডাকসু সংলাপ চলবে।




রাইজিংবিডি /ঢাকা/২ ফেব্রুয়ারি ২০১৯/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়