ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার কোতয়ালী থানার পুলিশ ক্যাম্পাসে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান  গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মশিউর রহমান বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গত সোমবার কোতয়ালী থানার উপপরিদর্শক খালিদ শেখ বাদী হয়ে একটি মামলা করেন। এতে ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি তরিকুল ইসলামের কর্মী তরিকুল ইসলাম রিমন, সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের কর্মী কামরুল ইসলাম, বিদ্রোহী গ্রুপের ছাত্রলীগ নেতা হাসান আহমেদ খান ও স্থগিত কমিটির সহসভাপতি আশরাফুল ইসলাম টিটনসহ আরো ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাতনামা রেখে মামলাটি করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সহযোগিতায় ক্যাম্পাসে অভিযান চালিয়ে ছাত্রলীগকর্মী নাঈম আল অদম্য, আবু সায়েমকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

প্রসঙ্গত, গত সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের অনুসারী এবং পদপ্রত্যাশী বিদ্রোহী নেতা-কর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১৯ ফেব্রুয়া‌রি ২০১৯/আশরাফুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়