ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্বচ্ছ নির্বাচনের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ১২ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বচ্ছ নির্বাচনের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) পদ ছাড়া বাকি পদগুলোতে স্বচ্ছ নির্বাচনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নূরুল হক নূর।

মঙ্গলবার রাজু ভাস্কর্যের সামনে সাংবাদিকদের উপস্থিতিতে এ ধর্মঘটের ডাক দেন তিনি।

নূরুল হক নূর বলেন, যেহেতু এখন আমি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্রপ্রতিনিধি, তাই এখন আমি সব সাধারণ ছাত্রদের হয়ে লড়ব। যাদের বঞ্চিত করা হয়েছে তাদের জন্য লড়ব। তাদের সঙ্গে নিয়ে স্বচ্ছ নির্বাচনের জন্য লড়ব।

নবনির্বাচিত ভিপি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্ফূলিঙ্গ। এই স্ফূলিঙ্গ নিয়ে খেললে সব পুড়ে ছারখার হয়ে যাবে। যদি ডাকসু নির্বাচন সুষ্ঠু হতো তবে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের একটা পোস্টও পেত না।

এর আগে ক্যাম্পাসে এসেই ছাত্রলীগের হামলার শিকার হন নূরসহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। পরে ছাত্রদল ছাড়া বিশ্ববিদ্যালয়ে থাকা ছাত্রলীগবিরোধী সব সংগঠন মিলে মিছিল বের করে। এ সময় ডাকসু নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৯/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়