ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ক্যাম্পাস অশান্ত করার প্রয়াস সহ্য করা হবে না’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ১৩ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ক্যাম্পাস অশান্ত করার প্রয়াস সহ্য করা হবে না’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, সাড়ে চারশ সহকর্মী, প্রাধ্যক্ষ, রিটার্নিং কর্মকর্তা, সিনিয়র কর্মচারীর সমন্বিত ও যৌথ প্রয়াসে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন হয়েছে।

‘এখানে বিরাট কর্মযজ্ঞ হয়েছে। এত মানুষের আন্তরিকতা, তাদের স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, সময়-শ্রমের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপনের ক্ষমতা আমার নেই।’

বুধবার দুপুরে পাঁচটি প্যানেলের নেতা-কর্মীরা স্মারকলিপি দিয়ে বেরিয়ে যাওয়ার পর ভিসি কার্যালয়ের সামনে সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘এ বিশাল কর্মযজ্ঞের যে ফল, তা নস্যাৎ করা এবং তার প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা আমার পক্ষে সম্ভব নয়।’

ঢাবি ভিসি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশ বিরাজ করছে। এখানে কেউ কোনোভাবে বিচ্ছৃঙ্খলা, অশান্ত করার প্রয়াস নিলে সেগুলো কোনোভাবেই বিশ্ববিদ্যালয় সহ্য করবে না। সে বিষয়ে যত্নশীল থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছি।’

অপরাধমূলক কোনো কিছু করা হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘সাড়ে চারশ কর্মীর প্রয়াসে এ নির্বাচনের প্রতি অসম্মান জানানোর এখতিয়ার আমার নেই। এ ধরনের কার্যক্রম যথাযথ রীতি-নীতি অনুসরণ করেই করা হয়।’



রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৯/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়