ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে অসন্তোষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ১৫ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে অসন্তোষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, ‘নিউজিল্যান্ডে মসজিদে হামলা নিন্দনীয়। আমাদের ক্রিকেট দলকে কেন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি তা এখনও জানি না।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিদেশি খেলোয়াড়দের ভিআইপি নিরাপত্তা দিয়ে থাকি। কিন্তু নিউজিল্যান্ড কেন সেটা করেনি তা জানি না। আমাদের নিরাপত্তা নিয়ে নানা কথা বলেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। অথচ আমরা তাদের নজিরবিহীন নিরাপত্তা দিয়েছি। তারা সন্তুষ্টিও প্রকাশ করেছে। কিন্তু আমাদের বেলায় কেমন এমন হলো যে ক্রিকেটারদের দৌড়ে হোটেলে যেতে হলো। খবর নিই। পরেই সব জানবেন।’

অপর এক প্রশ্নে আসাদুজ্জামান বলেন, ‘কারাগুলিবিদ্ধ হয়েছেন তা জানতে চেষ্টা করছি। ক্রিকেট টিম সিদ্ধান্ত নিয়েছে তারা চলে আসবে। আমরাও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি, কেন আমাদের ক্রিকেট দল নিরাপত্তা দেওয়া হলো না।’



রাইজিংবিডি/ঢাকা/১৫ মার্চ ২০১৯/মাকসুদ/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়