ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

শনিবার ডাকসুর প্রথম সভা

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৮, ১৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শনিবার ডাকসুর প্রথম সভা

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৩ মার্চ (শনিবার) ডাকসুর প্রথম কার্যকরী পরিষদ সভা অনুষ্ঠিত হবে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ভিসির বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

ডাকসুর সভা পুরাতন সিনেট অডিটোরিয়ামে ও হলগুলোর পরিষদ সভা নিজ নিজ হলে অনুষ্ঠিত হবে।

সূর্য সেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রভোস্ট কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক হল সংসদের জন্য একজন করে ও কেন্দ্রীয় সংসদের জন্য একজন ট্রেজারার নিয়োগ দেবেন ভিসি। ট্রেজারার শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘প্রভোস্ট কমিটির সভায় ডাকসু নির্বাচনের বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়েও আলোচনা হয়েছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/ইয়ামিন/ইভা 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়