ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা রাষ্ট্রের ক্ষতি : অধ্যাপক মান্নান

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ১১ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা রাষ্ট্রের ক্ষতি : অধ্যাপক মান্নান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : কোনো বিশ্ববিদ্যালয় একদিন অনির্ধারিতভাবে বন্ধ থাকলে সেটি রাষ্ট্রের ক্ষতি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

তিনি বলেছেন, প্রথিতযশা লেখক আহমেদ ছফা বলেছিলেন- একটি বিশ্ববিদ্যালয় যদি অনির্ধারিতভাবে একদিন বন্ধ থাকে, তবে একটি রাষ্ট্র একদিনের জন্য থমকে দাঁড়ায়।

বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ৪৮তম ব্যাচের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল মান্নান বলেন, ‘‘আমি আশা করব যখনি কোনো কারণে কিংবা কোনো অজুহাতে বিশ্ববিদ্যালয় বন্ধ করার আওয়াজ আসে, ডাক আসে, চিন্তা করবে ওই একদিনের ক্ষতি তোমার ব্যক্তিগত ক্ষতি না, আমার ব্যক্তিগত ক্ষতি না, শিক্ষকদের ক্ষতি না। এটি রাষ্ট্রের ক্ষতি, দেশের সাড়ে ১৬-১৭ কোটি মানুষের ক্ষতি।’’ 

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘‘দেশে বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট এখন ৪ হাজার কোটি টাকার বেশি। ১৯৭১ সালে দেশ যখন স্বাধীন হয়, তখন রিলিফের কাপড় ছাড়া আমাদের গাঁয়ে কাপড় জুটত না। রাস্তায় দাঁড়ালে ১০ জনের মধ্যে ৯ জনের গাঁয়ে কাপড় থাকত না। এখন রিলিফ শব্দ তোমাদের জানা নেই। দেশ এখন বিশ্বের ৩৭তম অর্থনীতির দেশ। ২০২১ সালে বাংলাদেশ যখন ৫০ বছর পূর্ণ করবে, বলা হচ্ছে বাংলাদেশ ২৭তম অর্থনীতির দেশে পরিণত হবে।’’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/সাভার/১১ এপ্রিল ২০১৯/তহিদুল ইসলাম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়