ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢামেক হাসপাতালে যুদ্ধাপরাধ মামলার আসামির মৃত্যু

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৬, ২৬ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 ঢামেক হাসপাতালে যুদ্ধাপরাধ মামলার আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সোলাইমান মোল্লার  (৯০) মৃত্যু হয়েছে।

 

বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, মঙ্গলবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বার্ধক্যজনিত কারণে সুস্থ হয়ে পড়ে সোলাইমান মোল্লা। তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।

 

সোলাইমানের বাড়ি শরিয়তপুর সদরে। মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে ২০১৫ সালে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের কাশিপুর থেকে গ্রেপ্তার করা হয়।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/ ২৬ অক্টোবর ২০১৬/আহমদ নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়