ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মন্দির ভাংচুর : জামায়াত নেতা গ্রেপ্তার

মো. মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ২১ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মন্দির ভাংচুর : জামায়াত নেতা গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর প্রাক্তন সেক্রেটারি মুখলেছুর রহমান জুয়েলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোববার গভীর রাতে পুলিশ মাধবপুর উপজেলার নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে মুখলেছুর রহমান জুয়েল (৩৫) এবং সুলতানপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত বজলুর রহমানের ছেলে আক্কাস মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির হোসেন জানান, জামায়াত নেতা মুখলেছুর রহমান জুয়েল গত বছর তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে পোস্ট দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হলে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

 

তিনি বলেন, গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুক পেজে ধর্মীয় অবমাননাকর একটি পোস্টকে কেন্দ্র করে মাধবপুরে বিভিন্ন মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা করা হয়। এ ঘটনার সঙ্গে মুখলেছুর রহমান জুয়েল জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

রাইজিংবিডি/মাধবপুর/২১ নভেম্বর ২০১৬/মো. মামুন চৌধুরী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়