ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিশ্ব সুন্দরীরা যখন আরো সুন্দর

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৬, ৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ব সুন্দরীরা যখন আরো সুন্দর

মনিরুল হক ফিরোজ : এটার বলার অপেক্ষা রাখে না যে, সৌন্দর্যের রাণীরা ভালো সৌন্দর্যের অধিকারী।

 

কিন্তু আপনি যখন নিচের ছবিগুলো দেখবেন তখন দেখতে পাবেন যে, ক্যাটওয়াকে তাদের সেই সৌন্দর্যের চেহারা ছাড়াও, তারা সত্যিকার অর্থে আরো বেশি সুন্দর।

 

মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্সের মতো সৌন্দর্য প্রতিযোগিতায়, প্রায়ই প্রতিযোগীদের আকর্ষণীয় দেখানোর জন্য প্রচুর পরিমানে মেকআপ ও পোশাকের বিভিন্ন চোখ ধাধানো আউটফিটে থাকতে হয়।

 

কিন্তু আমরা নিশ্চিত আপনি আমাদের সঙ্গে একমত হবেন যে, সৌন্দর্য প্রতিযোগিতার এসব সুন্দরীদের প্রায়ই মেকআপে দেখা সুন্দর চেহারার তুলনায়, তাদের সৌন্দর্য প্রতিযোগিতার বাইরে বাস্তব জীবনে তোলা ছবির চেহারা আরো বেশি সুন্দর।

 

মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স বিজয়ী ফিলিপাইন, স্পেস, কলম্বিয়া, ভেলেজুয়েলা সহ বিভিন্ন দেশের কয়েকজন বিশ্বসুন্দরীর প্রকৃত আরো সুন্দর চেহারা নিয়ে সাজানো হয়েছে আজকের ফটো ফিচার।

 

আজরা অ্যাকিন (তুরস্ক), মিস ওয়ার্ল্ড ২০০২ এবং কায়েন অলদোরিনো (জিব্রাল্টার), মিস ওয়ার্ল্ড ২০০৯

 

নাটালি গ্লেবোভা (কানাডা), মিস ইউনিভার্স ২০০৫ এবং জুলেখা জেরিস রিভেরা মেনডোজা (পুয়ের্তো রিকো), মিস ইউনিভার্স ২০০৬

 

রিয়ো মরি (জাপান), মিস ইউনিভার্স ২০০৭ এবং স্তেফানিয়া ফার্নান্দেজ (ভেনেজুয়েলা), মিস ইউনিভার্স ২০০৯

 

জেনিয়া সুখিনোভা (রাশিয়া), মিস ওয়ার্ল্ড ২০০৮ এবং ডায়ানা মেনডোজা (ভেনেজুয়েলা), মিস ইউনিভার্স ২০০৮

 

আলেক্সান্দ্রিয়া মিলস্ (যুক্তরাষ্ট্র), মিস ওয়ার্ল্ড ২০১০ এবং জিমেনা নাভারেতি (মেক্সিকো), মিস ইউনিভার্স ২০১০

 

আইভিয়ান সার্কোজ (ভেনেজুয়েলা), মিস ওয়ার্ল্ড ২০১১ এবং লাইলা লোপেজ (অ্যাঙ্গোলা), মিস ইউনিভার্স ২০১১

 

উ ওয়েনজিয়া (চীন), মিস ওয়ার্ল্ড ২০১২ এবং ওলিভিয়া কালপো (যুক্তরাষ্ট্র), মিস ইউনিভার্স ২০১২

 

মেগান ইয়ং (ফিলিপাইন), মিস ওয়ার্ল্ড ২০১৩ এবং মারিয়া গ্যাব্রিয়েলা ইসলার (ভেনেজুয়েলা), মিস ইউনিভার্স ২০১৩

 

রোলেনে স্ট্রাউস (দক্ষিণ আফ্রিকা), মিস ওয়ার্ল্ড ২০১৪ এবং পলিনা ভেগা (কলম্বিয়া), মিস ইউনিভার্স ২০১৪

 

মিরেইয়া লালাগুনা (স্পেন), মিস ওয়ার্ল্ড ২০১৫ এবং পিয়া অ্যালোঞ্জো উরতব্যাক (ফিলিপাইন), মিস ইউনিভার্স ২০১৫

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৭/ফিরোজ

  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়