অবশেষে সেন্সর টেবিলে ‘সত্তা’
সত্তা সিনেমার দৃশ্যে শাকিব খান ও পাওলি দাম
বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও ভারতের পশ্চিম বঙ্গের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী পাওলি দাম অভিনীত সিনেমা ‘সত্তা’। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত এ সিনেমাটি ২০১৪ সালের নভেম্বরে মহরতের মধ্যদিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এরপর শিডিউল জটিলতাসহ বিভিন্ন কারণে থেমে থেমে চলে এ সিনেমার শুটিং। অবশেষে সকল কাজ সম্পন্ন করে আজ ১২ জানুয়ারি সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয় বলে সেন্সর সূত্রে জানা গেছে।
শাকিব-পাওলি ছাড়াও এতে আরো অভিনয় করেছেন নাসরিন, রিনা খান, ডন, কাবিলা, শিমুল খানসহ অনেকে।
সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। এ সিনেমায় মোট ৭টি গান রয়েছে। এ চলচ্চিত্রের সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জেমস, পান্থ কানাই, মমতাজ, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, কনা, মিলা, পূজা এবং সুমি শবনম।
সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। তরঙ্গ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন টি ডব্লিউ সৈনিক।
রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৭/রাহাত/মারুফ
রাইজিংবিডি.কম