ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সংস্কৃতির নতুন ধারা অব্যাহত রাখতে হবে

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১২, ২৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংস্কৃতির নতুন ধারা অব্যাহত রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক : সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশে নতুন ধারা শুরু হয়েছে। এ ধারাকে অব্যাহত রাখতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার বকুল তলায় দুদিনব্যাপী ‘আদিবাসী সাংস্কৃতিক উৎসব-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সাংস্কৃতিক বৈচিত্রের কারণে বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হয়েছে। এখানে বিভিন্ন ইতিহাসের ধারা অব্যাহত রয়েছে। কারণ বিভিন্ন ভাষা ও বর্ণের মানুষের মিশ্রণ রয়েছে এ বঙ্গভূমিতে। আমাদের উচিত সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সমান দৃষ্টি রাখা।’

তিনি বলেন, ‘‘আদিবাসী’ শব্দটিকে এমনভাবে চিহ্নিত করা ঠিক হবে না যে, তাদের সঙ্গে আমাদের মূলধারার কোনো সম্পর্ক নেই। আদিবাসীদের বিভিন্ন সংস্কৃতি দিয়ে দেশকে নতুনভাবে আবিষ্কার করতে হবে।’

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বলেন, ‘আদিবাসীদের জীবনধারাকে আরো গভীর থেকে অনুধাবন করতে হবে। সরকার বা নীতিনির্ধারকার আমাদের নিরাপত্তা ও বিভিন্ন বিষয়ে যেভাবে আশ্বস্ত করেন কিন্তু মাঝে মাঝে বাস্তবতার সঙ্গে তার মিল পাওয়া যায় না। আমাদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণে সরকারকে আরো আন্তরিক হতে হবে।’

অনুষ্ঠানে জাতীয় আদিবাসী পরিষদের সদস্যমণ্ডলীর সদস্য অনিল মারাণ্ডির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শান্তনু মজুমদারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। আগামীকাল বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জানুয়ারি ২০১৭/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়