ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কিশোরগঞ্জে ৫ম ছড়া সম্মেলন অনুষ্ঠিত

রুমন চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ২৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কিশোরগঞ্জে ৫ম ছড়া সম্মেলন অনুষ্ঠিত

ছড়া সম্মেলনে খুদে আবৃত্তিকার

কিশোরগঞ্জ প্রতিনিধি : জঙ্গিবাদমুক্ত শান্তিময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো ছড়া সম্মেলন। কিশোরগঞ্জ ছড়াকার সংসদ আয়োজিত এ সম্মেলনে দেশবরেণ্য ছড়াকারসহ জেলার ছড়াকার, কবি-সাহিত্যিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

শনিবার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ছড়া সম্মেলনের উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার লুৎফর রহমান রিটন, আসলাম সানী, আহমাদ মাযহার।

পরে ছড়া সম্মেলনের একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সম্মেলনের মূলপর্বে শিশুদের পরিবেশিত দলীয় আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এটি ছিল ছড়াকার সংসদের পঞ্চম আয়োজন।

উদ্বোধনীপর্বে ছড়া সম্মেলন বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক সাইফুল হক মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রামে কবি-সাহিত্যিক ও ছড়াকারদের শামিল হওয়ার আহ্বান জানান। সম্মেলনে দেশের বিভিন্ন জেলার কয়েকশ ছড়াকার অংশ নেন।



রাইজিংবিডি/ কিশোরগঞ্জ/২৮ জানুয়ারি ২০১৭/ রুমন চক্রবর্তী/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়