ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হত্যা মামলায় একজনের ফাঁসি বহাল

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 হত্যা মামলায় একজনের ফাঁসি বহাল

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ফুলপুরে মোটরসাইকেল চালক হত্যা মামলায় এক আসামির ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন সারোয়ার কামাল লিটন।

একইসঙ্গে নিম্ন আদালতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলমের দণ্ডও বহাল রেখেছে আদালত।

মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমদ।

২০১০ সালের ২৩ মার্চ ময়মনসিংহের ফুলপুরের মোটরসাইকেল চালক আরিফ রব্বানী ফরাজীকে যাত্রী বেশে খুন করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই সিদ্দিকুর রহমান ময়মনসিংহের ফুলপুর থানায় সারোয়ার কামাল লিটন ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেন।

২০১২ সালের ২৩ জানুয়ারি ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালত আসামি সারোয়ার কামাল লিটনকে ফাঁসি ও  জাহাঙ্গীর আলকে যাবজ্জীবন দণ্ড দেন।

পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ডেথরেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।

আজ ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে নিম্ন আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট।



রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৭/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়