ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কাস্টমস হাউসের নিরাপত্তা বিঘ্নকারীদের খেসারত দিতে হবে

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাস্টমস হাউসের নিরাপত্তা বিঘ্নকারীদের খেসারত দিতে হবে

এম এ রহমান চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম কাস্টমস হাউসের নিরাপত্তা বিঘ্নকারীদের খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন  অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টমস হাউজে ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ)  সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘চট্টগ্রাম কাস্টমস হাউসের সক্ষমতা ও কাস্টমস হাউসের নিচ্ছিদ্র নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। যারা কাস্টমস হাউসের কর্মকর্তাদের জন্য হুমকি সৃষ্টি করছেন, এখানে নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছেন ও কর্মকর্তাদের নাজেহাল করছেন তাদের খেসারত দিতে হবে। তারা  রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছেন। আমরা সমস্যার মূল উৎপাটন করতে চাই। যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এনবিআর ও অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইআরএফের প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম কাস্টমস হাউজের কার্যক্রম পরিদর্শনে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সফর করেছেন।

নজিবুর রহমান বলেন, ‘দেশের উন্নয়নে রাজস্ব আহরণে সকল কাজ করতে হবে। ক্ষুদ্র ব্যক্তি স্বার্থে চট্টগ্রাম কাস্টমস হাউসকে ব্যবহার করতে দেওয়া হবে না।  কাস্টমস হাউসকে দিয়ে কেউ ধনী হতে চাইলে তা হবে দিবাস্বপ্ন।’

কাস্টমস হাউস ‘ফালতুমুক্ত’ করা হয়েছে উল্লেখ করে নজিবুর রহমান বলেন, ‘চট্টগ্রাম কাস্টমস হাউসে বহিরাগতদের অনওয়ে টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে। তারা আর ফিরে আসবে না।  ফালতুমুক্ত করা হয়েছে।’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘নিলাম (অকশন) ব্যবস্থাপনার আমূল পরিবর্তন করা হবে। মালামাল এনে কাস্টমস হাউসকে বিনা পয়সার গুদামে পরিণত করা যাবে না। কাস্টমস হাউসকে ধনী হওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করার চিন্তা বাদ দিতে হবে।’

রাজস্ব আদায়ের ক্ষেত্রে কর্মকর্তাদের সৃজনশীল হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজস্ব আদায়ে কিছু কর্মকর্তার গাফিলতি রয়েছে। এ ব্যাপারে আমাদের কাছে দলিলপত্র আছে। আমরা সেগুলো বিবেচনায় নেব।’

সভায় সংক্ষিপ্ত প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার আবদুল্লাহ খান।

এ সময় এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন,  পারভেজ ইকবাল, সিআইসি মহাপরিচালক বেলাল উদ্দিন, শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান, ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ এনবিআরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৭/এম এ রহমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়