ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লাকী আখান্দের শারীরিক অবস্থার উন্নতি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লাকী আখান্দের শারীরিক অবস্থার উন্নতি

কণ্ঠশিল্পী লাকী আখন্দ

বিনোদন প্রতিবেদক : কিংবদন্তি সুরস্রষ্টা ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দের শারীরিক অবস্থা গুরুতর হয়েছিল। তিনি কাউকে চিনতে পারছিলেন না। তবে আগের তুলনায় বর্তমানে তার শরীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন লাকী আখান্দের কন্যা মামিন্তি।

গত ২৬ ফেব্রুয়ারি রাত থেকে তিনি ঘনিষ্ঠজনদের চিনতে পারছিলেন না বলে জানা যায়। গত ১১ দিন ধরে রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।

গুণী এ সংগীতজ্ঞকে দেখতে রোববার বিকেলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও মধ্যরাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকসহ তার ঘনিষ্ঠজনরা তাকে দেখতে হাসপাতালে ছুটে যান।

২০১৫ সালের সেপ্টেম্বরে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। এরপর তাকে চিকিৎসার জন্য ব্যাংককের পায়থাই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর আবারও গত বছরের নভেম্বরে একই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে কয়েক দফায় কেমোথেরাপি দেওয়া হয়। থেরাপি শেষে গত বছরের ২৬ মার্চ দেশে ফেরেন এই সংগীতশিল্পী।



রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৭/রাহাত/শান্ত/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়