ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

তানহার জন্মদিনে শুভর উপহার

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তানহার জন্মদিনে শুভর উপহার

তানহা তাসনিয়া ও আরেফিন শুভ

বিনোদন প্রতিবেদক : গুলশানের পুলিশ প্লাজা মার্কেটের সামনে চিত্রনায়ক আরেফিন শুভর সঙ্গে দেখা চিত্রনায়িকা তানহা তাসনিয়ার। এ সময় তানহার হাতে উপহার তুলে দেন শুভ। তবে এটা বাস্তবের কোনো ঘটনা নয়। ‘ভালো থেকো’ শিরোনামের সিনেমায় এমন দৃশ্য দেখা যাবে বলে রাইজিংবিডিকে জানান তানহা তাসনিয়া।

এ প্রসঙ্গে তানহা তাসনিয়া রাইজিংবিডিকে বলেন, “গত ৬ মার্চ পুলিশ প্লাজায় ‘ভালো থেকো’ সিনেমার শুটিং করেছি। এতে আমার জন্মদিন উপলক্ষে আরেফিন শুভ উপহার দিচ্ছেন এমন দৃশ্যের শুটিং করেছি।’

তিনি আরো বলেন, ‘সিনেমাটির শুটিং প্রায় শেষ। আর মাত্র তিনদিনের শুটিং করলে সিনেমার ক্যামেরা ক্লোজ করা হবে।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু নির্মাণ করছেন ‘ভালো থেকো’ শিরোনামের সিনেমাটি। এ সিনেমায় আরেফিন শুভর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া।  এছাড়াও এতে আরো অভিনয় করছেন-আসিফ ইমরোজ, কাজী হায়াৎ, রেবেকা, জ্যাকি আলমগীর, মঞ্জুর প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৭/রাহাত/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়