ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় ৪ মামলা

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৭, ১৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় ৪ মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুটি জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় চারটি মামলা করেছে পুলিশ।

শুক্রবার সকালে হাটহাজারী থানায় এ সব মামলা করা হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা।

নুরে আলম মিনা জানান, জঙ্গি আস্তানায় অভিযানে পুলিশের ওপর হামলা, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সীতাকুণ্ডের প্রেমতলার ছায়ানীড় ভবনে অভিযান, চার জঙ্গি ও এক শিশু নিহত ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দুটি মামলা করা হয়েছে।

তিনি আরো জানান, পৌরসভার লামার বাজার এলাকার সাধন কুটিরে অভিযানে দুই জঙ্গিকে গ্রেপ্তারের ঘটনায় সন্ত্রাস দমন ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। এ সব মামলায় নিহত চার জঙ্গি, গ্রেপ্তারকৃত দুই জঙ্গি এবং অজ্ঞাত  কয়েকজনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানায় পুলিশ ও সোয়াত টিমের অভিযানে এক শিশু ও চার জঙ্গি নিহত এবং এক জঙ্গি দম্পতিকে গ্রেপ্তার করা হয়। ভবন থেকে উদ্ধার করা হয় বিপুল সংখ্যক বোমা ও বিস্ফোরক।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৭ মার্চ ২০১৭/রেজাউল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়